ঢের দিন হয়ে গেছে পার, তার সাথে দেখা নাই আর
ঘাড়ে চেপে বসে আছে পাথর সময়
মাঝে মাঝে উঁকি মারি আসর পাতায়
ফাঁকে ফাঁকে দেখে নেই আপডেট করোনার।
ঈদের পার্বণ- হৃদয়ে বয়ে যায় খুশির বান
অবুঝ মন মানে না বারণ ফেলিতে চায় দু'এক চরণ।
হ্যালো, ঈদ মোবারক, শুভেচ্ছা ও ভালোবাসা!
ওপাশ থেকে ভেসে আসে খুকখুক কাশির শব্দ,
আর ক্ষীণ স্বরে জড়ানো কথাকলি-
তোর শরীর কি ভালো নেই?
'পুরানো জংধরা দেহ শব্দের ভাঁড়ার শুন্য'
কোনো বদ্যি ডেকে আন
'করোনা! করোনা!! বদ্যি পাবো কোথা'
স্তব্ধ হৃদয়, ঈদের খুশি্রা পালায়; নেমে আসে স্থবিরতা...
'তুমি আর কোনো দিন আমার সাথে কথা বলোনা
বুকের অস্থিরতা বেড়ে যায়, শ্বাস নিতে কষ্ট হয়'
তবে কী...
'ভয় পেও না- কবিতারা কোনো দিন মরে না'
(বিঃদ্রঃ গতকাল কবি শ্রাবনী সিংহ এর সাথে আলাপচারিতায় জানতে চেয়ে ছিল আমাকে আসরে পাচ্ছে না কেন? আজকের কবিতাটি তাঁকেই উৎসর্গ করা হলো।)