একটা বাহন চাই, বিশেষ যানবাহন
যার কোনো চাকা থাকবে না, পাখা থাকবে না
বিশেষ ধরণের কাঁচের তৈরী
ভিতর থেকে আমি দেখতে পারব
বাহির থেকে কেহ আমাকে
আর বাহনকে দেখতে পারবে না।
যন্ত্রনয়, সেন্সরপ্যানেলের দ্বারা চালিত হবে
আমার ইচ্ছা শক্তিতে।
সাগরের নীল জলে ভাসবে
ঢেউয়ের মাথায় নাচবে
টুপ করে ডুব দিয়ে চলে যাবে
জলের তলে, আবার ভেসে উঠবে।
সবুজ অরণ্যে ঘুরে বেড়াবে
ইচ্ছে হলে পাহাড়ের চূড়ায় বসবে
আকাশের মেঘের সাথে উড়বে
পৃথিবীর যেথায় খুশি সেথায় যাবে
জলে স্থলে বন বাদারে অবাধ
বিচরণের অধিকার থাকবে!
আমি বাহনের ভিতর শুয়ে বসে
পৃথিবীর কোথায় কি ঘটছে নিত্য
দেখতে পারব রঙিন পর্দায়
যেখানেই আমার চোখ পড়বে;
বাঙলা কবিতা ডটকমে প্রকাশিত
সবার কবিতা পলকে পড়তে পারব,
মস্তিস্কে ভাবের উদয় হলে নিমেষে
কবিতা হয়ে আসরে প্রকাশিত হবে!