গভীর রাতের নিরবতা ভেঙে
নিশি প্রহরী অন্ধের মত হেঁকে যায়-
হুঁ-শি-য়া-র... হুঁ-শি-য়া-র... হুঁ-শি-য়া-র...
কতেক চতুর বধি্রেরা ব্যস্ত লুণ্ঠনে ভাণ্ডার
এ কাহার মালামাল জানার নাই কোনো প্রয়োজন
কে বা চায় জানিবার...
উচ্চবর্গ নিম্নবর্গ ঘুমঘোরে...
গরীবের গুদাম ফাঁকা;
ক্ষুধায় কাতর মানব-মানবী
করে এপাশ ওপাশ!
সে-ই কবে একবার বেজেছিল শ্যামের বাঁশি
রাইবিনোদিনী আজও ছুটে যায়
পদ্মপুকুর কিনারে ঝোপের আড়ালে
তারা যেন অধুনা অভিসারিকা;
কালারাও ঘোরে কোলেতুলে নিতে
অনুমোদিত সময়ের পরকীয়া!
তবুও হেঁকে যায় অন্ধের মতো
নিশি প্রহরী - হুঁ-শি-য়া-র, হুঁ-শি-য়া-র...
বোলতার হুল ফোটা বিবশচেতনা
জা-গো! জা-গো!! জা-গো!!!