চির অম্লান জগতের স্বপ্ন দেখে যারা
সেই জগতটা কখোনোই তাদের দেয় না ধরা!
বিশ্বাসী আর অবিশ্বাসী বলে করো নাকো বিভাজন;
এই নির্মম জগত সবার জন্য আপন!
এখানে সুখের ঠিকানা খুঁজতে যেও না,
এখানে দুঃখ থেকে পালাতে চেও না;
আষাঢ়ের রোদেলা মেঘের মতন
হাসি আর কান্না দিয়ে গড়া এ জীবন!
এক ফোটা রক্ত মেখে ললাটে বলছ
পৃথিবীটা হয়েছে রঙিন!
কোটি কোটি মানুষের রক্তে ভেসে যায় মাটি
তবুও পৃথিবী হয় না রঙিন!!
ও হো হো ও ও ও ..................
ও হো হো ও ও ও...............