আহা! প্রেয়সী শ্রাবণী,
তোমার মায়াবী যাদুর খেলায়
আমার ঢাকার শহর হয়ে যায় তিলোত্তমা!
কী ছাই! পাশ্চাত্যের ভেনিস শহর!
হুডতোলা রিক্সা হয়ে যায়
রঙিন ডিঙগা,
চাইরচাকার যন্ত্রযান তুলে জলের তুফান
আহা! কী যে মনোহর!
শ্রাবণী, তুমি যে দিন আস ঝমঝমিয়ে
সেই দিন ঘরে বসে ঢাকাইয়া
ভুনা খিচুড়ি চিবাই;
বাহিরে যাওয়ার কোনোও উপায় যে নাই!
বল, কার ইচ্ছে করে নোংরাজলে
সাঁতার কাটতে!
সবচেয়ে মজার কী জানো-
আমাদের নগর অধিপতিগণ
নাকে নির্ভেজাল সরষে তেল দিয়ে ঘুমায়
আর মুখে চুইঙ্গাম পুরে
সুবাসিত ভাষণে জনতা মাত করে!
আর নির্বাহী প্রধান ঘষা কাচের চশমা
মুছেন, তিনি আর কতোটাই-বা করবেন;
কতো দপ্তর-অধিদপ্তর করে দিয়েছেন
সোনায় মোড়া ফরসী হুক্কা দিয়েছেন!
শ্রাবণ দিনে চোখ বুজে হুক্কায় গুড়গুড়ায়!!