একুশে বই মেলায় বিশেষ আয়োজন
পয়লা ফাগুনে প্রতিটা বইয়ের স্টলে
বিনামূল্যে পাওয়া যাবে নির্বাচিত
প্রেমের কবিতার বই এর সাথে
দু দুটো তাজা রক্ত রাঙা লাল গোলাপ
থাকবে লাল কাপড়ে মোড়ানো নিভৃত কোণ!
হাই প্রিয় যুগলেরা, এবার ভ্যালেন্টাইন দিনটা
কাটিয়ে আসুন একুশের বই মেলায়;
জেনে আসুন প্রিয় মাতৃভাষার জন্য
উনিশশ বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি
টগবগে তরুণেরা তাঁদের বুকের তাজা রক্ত
ঢেলে দিয়েছিল রাজপথে অকাতরে...!
তরুণ প্রজন্ম ভুলতে বসেছে আটই ফালগুন
মগজে মননে গেঁথে যাচ্ছে পয়লা ফালগুন
মেলারা পক্ষ থেকে তাই এই বিশেষ আয়োজন
ভালোবাসায় সিক্ত হোক একুশের চেতন!