আহা! শেফালী গিয়েছে চলে নিয়ে বুক ভরা অভিমান
সুপ্রিয়া হৈমন্তী করে পোড়া মাটিতে নবান্নের আয়োজন!
সোনার ফসল নিয়েছে ছিনায়ে অকাল বানের তোড়ে
হে প্রভু, হেমন্তে সোনার ফসলে দাও গোলা ভরে!
কষ্টে যাপিত জীবন কৃষকের ঘরে ঘরে
সুখের পায়রা সুর তুলুক বাকুম-বাকুম স্বরে;
ক্ষুধা দারিদ্রের নিপীড়ন মুছে যাক চিরতরে
শাপলা শালুকে বিল ঝিল যাক ভরে!
কিশোরীর রাঙা পায় বাজুক ঘুঙ্ঘুর
আনন্দের ফোয়ারা উৎসারিত হোক ঘর-ঘর;
শালিক-কাক-কাকাতুয়া আসুক ফিরে
হারানো পুরানো রূপসী বাংলার দোরে!