দেশেতে গণতন্ত্র নাই কী করি উপায়
হায় হায় করে মোটা মানুষেরা
এ দিক ও দিক ছুটে দিশে হারা
কোমরে বাধিয়া গামছা ঘরের কোণেতে লাফায়
লাফাতে লাফাতে ভীমরতি ধরে
শেষে পাক-মুতেতে আছড়ে পড়ে।
স্বাধীন বাংলার ছেলে হয়ে মরি যে লজ্জায়!!!!
( পাক-মুতেতে = পাকিস্থানিদের মূত্রে)