হায়! মানুষ তো মানু, নয় তো শকুন
মরাদেহ ফেলে রেখে হেঁটে চলে যায়
বসে বসে গুণে দিন চল্লিশার ক্ষণ
হায়! মানুষ তো মানু, নয় তো শকুন!
রকমারি খাবারের হয় আয়োজন
লাজ লজ্জা ঝেড়ে মুছে চেটে পুটে খায়
হায়! মানুষ তো মানু, নয় তো শকুন
মরাদেহ ফেলে রেখে হেঁটে চলে যায়!
(চল্লিশা= কোনো ব্যক্তির মৃত্যুর ৪০দিন পরে তার আত্মার শান্তির জন্য
দোয়া ও খানার আয়োজন করাকে চল্লিশা বলা হয়)