প্রজাপতি আটকে রেখেছ কেন নীলাভ চোখের রেটিনায়;
ছেড়ে দাও, রঙিন পাখনা মেলে উড়ে যাক দূর নীলিমায়!
মধুর স্বপ্নের আশা
খুউব বেশী দুরাশা;
ঢের ভালো, হারিয়ে যায় যাক না কোনো দূর অজানায়!
বিঃ দ্রঃ- লিমেরিকের অনুশীলন।
যারা লিমেরিক লিখেন এবং লিমেরিক এর নিয়ম কানুন সম্পর্কে অবহিত তাদের কাছে আবদার আমার লিমেরিকটির ভুল ভ্রান্তি দেখিয়ে দেয়ার।