এক সময় হৃদয় ছিল, ছিল অনুভূতি
এখন বুকের ভিতর হৃদপিণ্ড, ফুসফুস আছে
দেখতে পাই না, বুঝতে পারি না
শুধু কামারের হাপর দেখতে পাই!