১)
অনেকে রঙিন বেলুন বানায়ে হাওয়া ঢুকিয়ে
মুখে গিট্টু মেরে ছেড়ে দিলো,
উহারা শূন্যে ভাসছে আর ভাসছে
কী আনন্দ!
বাতাস বয়ে নিয়ে তুলে দিলো
উঁচু ঝাকড়া ডালের গাছে
বেলুন দুলছে এ ডাল থেকে সে ডাল
রোদ বৃষ্টি ঝড়ের অত্যাচারে ফেটে
শিমুল তুলার মতন ওড়ছে
বুকের সুখেরা...
২)
এদেরকে চতুর রমণী পেলে
গায় তেল মেখে চুলায় ঢুকিয়ে
বারুদের একটা স্ফুলিঙ্গ ছুড়ে
দাউদাউ আগুন চড়া উত্তাপ
চিতায় পোড়ার মতন মোচড়
আর কাঁচা বাঁশের গিড়ু ফাটার শব্দ...
প্রয়োজন শেষে একদলা ছাই
ছুড়ে ফেলে আঁস্তাকুড়ে...