১)
শুদ্ধতম আবেগপ্রবণ মানুষের কথা বলছি না
হাওয়াপ্রবণ কিছু মানুষের কথা বলছি-
তাহাদের হাতের মুঠোয়ে শক্ত হাল নেই
বুকে লম্বা মাস্তুলে রঙিন পাল তুলে
বাতাসের বেগে ছোটা
উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কী তারা বুঝে না
ছুটছেতো ছুটছেই...
কোথায় ডুবোচর ভাবার নেই অবকাশ
হয়তোবা একদিন ঝড়ের বেগে
পাল ছিঁড়ে উল্টে জলের তল
এটাই তাদের জীবনের প্রাপ্তি
নিয়তির হাতে ছেড়ে দেয়া স্বস্তি...

২)
কতেক চতুর লোক তাহাদের লেজ ধরে
নাড়ায় আর নাড়ায়
উহারা পোটকা মাছের মতন
কটকট করে আর ফুলতে থাকে;
ফোলার ক্ষমতা শেষ
শক্ত মাটিতে ফেলে
কষে লাত্থি
পোটকার পেট ফাটা বিকট শব্দে
চতুরদের আনন্দ!