এখানে এখন জীবন চলে না
জীবন তবুও চলে...
তিন ঘাট মাড়িয়ে আসন্ন প্রসবিনী
রাতের আঁধার ঠেলে
প্রসব করে রাজ পথে দিনের আলোয়ে
জনতার ভিড়ে
আমরা কী লজ্জাপাই
পাই-নাকি!
নবজাতকের লাশ পড়ে থাকে ধুলায়
কালোকাক বসে ডাকে গাছের শাখায়
মোমের আলোর মিছিল হাতের মুঠোয়
মানবতার প্ল্যাকার্ড অবিরাম ধেয়ে যায়...
আজ মেঘহীন গাঢ় নীল আকাশ দেখতে
খুব খুউব ইচ্ছে করছে পচা নখ খুঁটে খুঁটে...
বিঃ দ্রঃ কয়েক দিন আগে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন- গুলিস্থান গোলাপ শাহ মাজারের কাছে এক মহিলা প্রসব বেদনায় চিৎকার করছিল। পথচারী এক যুবক তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, তাদের চাহিদা মতন টাকা দিতে ব্যর্থ হওয়ায় যেত হয় মিটফোর্ড হাসপাতালে সেখানেও চাহিদা মতন টাকা দিতে ব্যর্থ হয়ে আসেন আজিমপুর মাতৃসদনে সেখানেও টাকা দিতে ব্যর্থ হলে টেনে হেঁচড়ে গেটের বাহিরে ফেলে দেয়া হয় তখন রাত শেষ এবং রাস্তায় মহিলা মৃত সন্তান প্রসব করেন। উল্লেখিত ৩টি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানই সরকারী অর্থে পরিচালিত হয়।