আদিমতম গুহার গহীন থেকে
অদ্ভুত শব্দ শুনতে পাই
সেটা কী যন্ত্রণার আর্তনাদ,
নাকি অট্টহাস্য;
আমার শ্রুতিযন্ত্র ঠিক আলাদা করতে পারছে না
মানুষ হিসেবে এটা আমার বড় ব্যর্থতা!


(বিঃ দ্রঃ আমার পাতায় এসে অনেক কবি বন্ধু মন্তব্য করেছেন তাঁদের প্রতি
কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বেশ কদিন শারীরিক অসুবিধার জন্য কারও পাতায় যেতে পারিনি বলে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি ও ক্ষমা প্রার্থী!)