যত কথা বলেছিলাম তাঁহার সাথে
ঝরায়ে চোখের জল নিভৃতে গভীর রাতে
সব কথারা আটকে ছিল মেঘপুঞ্জে
এই শ্রাবণে এসেছে নেমে রাঢ়ভূমে,
ঘুণে ধরা সপ্তডিঙ্গা ভাসাই সেথায়
বিহ্বল মাঝির মত গাঢ় অন্ধকারে...
বুঝেনা হৃদয়- পাতকের পাঁচালি পৌঁছে না
রাশি রাশি মেঘ ভেদি ঐ সুদূর আসমানে!