মালিনী, ফোটেনি কি আজ কোনও ফুল?
‘সারাটা দিন আকাশ কেমন গুমোট মেরে
আছে, সূর্যের দেখা নাই কিরণ নাই
কলি কী ভাবে পাঁপড়ি মেলে, বোলো!’
নিয়মিত জল দিস কি গোড়ায়?
‘রোদের কিরণ বিনা শুধু জল-মাটি
বাঁচাতে পারেনা গাছের প্রাণ, ফোটেনা ফুল
কেবল পচন ধরে মাটিতে লুটায়!’...