হে! আমাদের প্রতিপালক মহান আল্লাহ
আমরা সীমালঙ্ঘনকারী মহা পাপী ও গুনাহগার,
আমাদের সব পাপকে স্বীকার করে তওবা করছি-
আপনি অসীম দয়ালু এবং পরম ক্ষমাশীল
আমাদের তওবাকে কবুল করে নিন!
আপনার আসমানী গজব আসমানে তুলে নিন
জমিনী গজব জমিনে দাফন করে দিন
পৃথিবীবাসীকে গজব থেকে মুক্তি দিন; আমীন!!
অভিশপ্ত শয়তানের প্রবঞ্চনা থেকে
বাঁচার জন্য আপনার আশ্রয় প্রার্থনা করছি...