ফিরে এসো রূপসী উর্বশী ধরার ধূলায় নতুন স্বপ্ন নিয়ে
বাঁধি নীড় সাগরের বুকে জেগে ওঠা কোনো এক দ্বীপে!
রুপালী জলের মাঝে চিকমিক রোদে ঝিলিক ঝিলিক
বালু-কাদা-জল মাখা নির্জন জমিন, সারাদিন অনেক অনেক
জল কবুতর বসে আর ওড়ে ঠোঁটে নিয়ে ছোট ছোট মাছ
লাল কাঁকড়ারা দল বেঁধে হাঁটে জলের কিনার ধরে
দেখে যেন মনে হয় সন্ধ্যামালতির গাঁথা মালা ভুলে
ফেলে রেখে গেছে কেহ তার প্রিয়তমা মানসীর জন্য!
ফিরে এসো! ফিরে এসো এই নির্জন দ্বীপে পায়ে নূপুরবেঁধে
শুকনো খড়ের স্তূপে আগুন জ্বেলে করব আনন্দ উৎসব!