রূপবতী ফালগুনী গতকাল
কেঁদে গেলো অঝোর ধারায়
ভালবাসার কান্না, সে কী কান্না
যেন নবোঢ়ার বিদায়ের কান্না!
চোখের জলে ভিজিয়ে মাটির বুক
বলে গেল ফুপিয়ে ফুপিয়ে-
আবেগী বাঙলার নর-নারীরা
যেভাবে করেছে বরণ আমায়
তাহা নহে কভু ভুলিবার;
হে কবি তোমরা অনেক মহান
পদ্যে পদ্যে যে ভাবে আমায়
রাঙিয়েছ তাহা খুবই বিরল
আমি যাহা পারিনি দিতে প্রকৃতিকে
দিয়েছ তোমরা তাহা
মরা ডালে ডালে সাজিয়েছ
কৃষ্ণচূড়া শিমুল পলাশ
নব নব মঞ্জরিত কিশলয়
তাই মেঘেদের কাছ থেকে ধার করে
জলকনা-শিলা শাদা মুক্তা
ছড়ালাম বাঙলার ধুলায় গাঢ় মমতায়!
কালচক্রে বাজিছে আমার বিদায় ঘন্টা,
মরমিয়া প্রাণের সুর অকাতরে
ঢেলে দিয়ে গেলাম খুউব ভালোবেসে
সবুজ অরণ্যের জন্য;
চৈতের রুদ্র খরায় বৈশাখী ঝড়ে
যেওনা ভুলিয়া আমারে!
বিঃ দ্রঃ গতকাল নেটের সমস্যার জন্য কাহারো পাতায় যেতে পারিনি তার জন্য সকল কবি বন্ধুর কাছে ক্ষমা প্রার্থী!!