সব পাখি ফিরে নীড়ে সন্ধ্যার শিশিরের গন্ধ মেখে ডানায়
একটা পাখি থেকে যায় সন্ধ্যানদীর চরে সারথীর আশায়
এখানে আসার কথা ছিল দিন শেষে,
অপেক্ষার শেষ প্রহরে আসেনি সে
তিমির আঁধারে মাটিতে ঠোঁট রেখে অবিরাম ডেকে যায়!
উত্তরের হাওয়ায় ডানা মেলে এসেছিল দক্ষিণাউষ্ণবলয়
ক্ষুধা যন্ত্রণা কাতর ক্লান্তি মুছে ফেলে নব জীবন আশায়
ঢের সময় কাটায়াছে জলকেলিতে
জীবনের কোরাসে উঠেছিল মেতে;
সেদিন হঠাৎ কী যে হলো সঙ্গিনী ফিরেনি নতুন বাসায়!
সে-কি গিয়েছে উজানের পথ ভুলে, না-কি পুরানো ছেড়ে
সরস কোনো স্বপনে বিভোর হয়ে উল্লাসে চলে গেছে দূরে?
অজানা সংশয় রয়ে যায় হৃদে
কাঁটার মতন খচখচ করে বিঁধে
পাখির অবুঝ হৃদয় বুঝিতে না চাহে কিংবা বুঝিতে না পারে!
বছর আসে বছর যায় চুপে চুপে আসেনি সে আর ফিরে,
একাকী পাখিটি ভাঙ্গা হৃদয় নিয়ে এইখানে রয়েছে পড়ে।
অলীক বাসনা, অলীক বাসনা হায়!
আহা! কুহকিনী মায়া ছলে ছোট্ট হৃদয়
একটা জনম হেঁটে হেঁটে পার করে দিয়ে গেল জলের কিনারে!
(সকল কবি বন্ধুদের জন্য ইংরেজী নব বর্ষের শুভেচ্ছা থাকল)