ফ্রোক পরা ছোট্ট অরু
হলুদ বরন তনুশ্রী
রাগলে গালে রঙ ধরে
ডাগর চোখে জল ঝরে।
কালির দোয়াত খুলে
এক পোছ মেখে দিলাম গালে
ঠোঁট ফুলিয়ে চোখের জল ঝরিয়ে
বলে- তোর সাথে আড়ি আড়ি আড়ি!
জামা ভিজায়ে গালের কালি চোখের পানি মুছিয়ে
হাত ধরে বললাম- চল এবার এক্কাদোক্কা খেলি।
স্বেচ্ছায় খেলায় হেরে গেলে
ওর ঠোঁটে মিষ্টি হাসি ফোটে
সে এবার বেশ খুশী,
অরুর খুশিই যে আমার খুশী!