১)
খাবার টেবিলে
সাজানো কত্ত খাবার
মাছ মাংস সবজী;
ভাত যেন ফসলের খেত,
বোয়াল গিলে ছোট মাছ।
২)
লাউ এর কচি ডগা
গা বেয়ে ওঠে মাথায়
হেরি সাদা ফুল;
মুরগীটা খেয়ে যায় ভাত
আমি এক অদ্ভুত শিয়াল!
৩)
ও পাশে গায় গান
"জীবন জীবনের জন্যে..."
লেজ নেড়ে নেড়ে
টিকটিকি গিলে পোকা,
মাকসা জালে মরে কীট!
৪)
হরিণের জনম
বাঘের আহার স্বরূপে;
খায় সে কচি ঘাস;
জলে কুমির ডাঙ্গায় বাঘ
হেথা সেথা যে বিপদ!
৫)
মান নাহি করো
"জীবন জীবনের জন্যে..."
ন মুছে দিলাম;
মহা সত্য জীব সৃষ্টি
আর এক প্রাণীর আহার রূপ!