আষাঢ়ের ঘন-ঘোর বরষায়
তোমাকে দেখতে পাওয়ার বড় সংশয়!
শৈশবে তোমাকে খুঁজে পাওয়ার
সেই আনন্দ উল্লাস এখন আর কোথায়!

ঈদ তুমি কার?
বিশ্বাসী রোজাদারের,
না চতুর বেনিয়ার?

ঈদ, মুসলিমদের পবিত্র পার্বণ!
জানো কী? ধর্মীয় পার্বণ যখন
আনুষ্ঠিকতায় পরিগণিত হয়
তখন ধর্মের মৃত্যু ঘন্টা বাজে!
এখানে আমার বড় ভয়!


(বিঃ দ্রঃ) শ্রদ্ধেয় কবিবৃন্দ ও সুপ্রিয় পাঠকের জন্য ঈদের শুভেচ্ছা ও শুভকামনা থাকল!
দুঃখিত, আমি ২২তারিখ শেষ রাত থেকে আবার সেই ভয়ংক জ্বরে আক্রান্ত ফলত কাহারো পাতায় যাওয়া এবং মন্তব্য করার ক্ষমতা নেই; এই অক্ষমতার জন্য ক্ষমা প্রার্থী!
আমার শারীরিক সুস্থতার জন্য দোয়া প্রার্থী!!