১
হাট ভেঙ্গে গেছে
হাটুরের হাট ভেঙ্গে গেছে
কিছু কলার ছিলকা পড়ে আছে
দেখে শুনে পথ চল
আর একটা বছর...
২
মুঠো ভরা আবীর
পেণ্ডলামটা দুলছে তো দুলছে
ভ্রুকুঞ্চন বেড়ে যাচ্ছে
ফালগুনের ভরা চাঁদটা
বেহায়ার মত হেঁটে গেল
আমার মুঠো ভরা আবীর
তোমাদের ঠোঁট নড়ছে না...
ছেলে-মেয়েরা গঙ্গাজলে গা ধুয়ে
চলে গেল সময়ের হাত ধরে...