তারা সব চলে গেছে যে যার মতন
মৃতের গন্ধের ছায়া ফেলে রেখে
কোনও দূর অতীতে;
অম্লান অম্লান অম্লান কী!
কে খুঁজে দেখতে চায়
কাহার সময় এতো
তবুও কিছু ঔৎসুক্য চোখ আছে
উহারা দেখতে পায়।
ধাঁধার জগত, সব ধাঁধাময়-
যাহাকে রত্ন ভাবো সে তাহা নয়,
যারে ছাই ভাবো সেও নয়,
সময়-জীবন ধাঁধায় ঘুরপাক খায়।
দুঃসাধ্য থেকে যায় মানুষের জন্য
দুর্ভেদ্য বিস্ময়!
আমরা কিছু প্রয়োজন অনুভব করে নেই;
নিতে পারে কী জীবন...???!!!