আরব্যরজনীর হাজার রাতের গল্প শোনাতে শুরু করতেই
এমন ভাবে নাক চেপে ধরেছ যেন কোনো ডোমমাছি
বসে আছে কবিতার গায়...
ফাটা ফানুসের মত চুপ করে বসে আছি
অন্য কোনো বসন্ত আশায়...
আহা! কতো বসন্ত এলো আর গেলো
তুমি পারতে বাসন্তী শাড়ির আঁচল ওড়াতে
গুমোট মারা আকাশ দেখে ভয় পাওয়ার
তেমন কিছু ছিল না...
ফিনিক্স পাখি ছাইয়ের মাঝে মিশে থাকে নতুন বৃষ্টির আশায়...