জোছনার বানে ভাসাবো ভেবে
ডিঙ্গা সাজালাম,
একটা জোনাক পোকারও
দেখা পেলাম না!
ঠনঠনে বিলে আলেয়ার আলো দেখে
ছুটে গেলাম জোনাক ভেবে।
শেওড়া গাছে পা দোলাচ্ছে ভূতের রানী
ধমকে বল্লাম-
শয়তানী, এখানে কি করছিস?
উত্তর এলো – ‘জোনাক খাচ্ছি
একদিন চাঁদটাকেও গিলে ফেলবো...
তুই তোর ডিঙ্গা চাঙ্গে ওঠা!’