গতকাল গহীন রাতে সে স্বপ্নে এসেছিল,
ছাইয়ের মত ম্লান মুখে দাঁড়ায়ে আমার শিয়রে
অনেক অভিমানী স্বরে কহিল-
‘তুইও ভুলে গেছিস মোরে একেবারে’!
কাতর কণ্ঠে কহিলাম কী করে ভুলি তোমারে!
তোমার হাত ধরে এই পথে এসেছি
কীর্তনখোলার তীরে, অনেক হেঁটেছি
আকাশে আকাশে শঙ্খচিল দেখিবারে!
শুধু দুইদিন ব্যাঙের মতন চিৎ হয়ে
পড়েছিলাম ব্যথানাশক বড়িগিলে বিছানার’পরে
মোমবাতিটি জ্বালিয়ে বুকের ভিতরে
ফাগুনের প্রথম লগনে জোনাক আলোয়ে!
রূপসী বাংলার ম্লান ধূসর পাণ্ডুলিপিটি
পড়ে আছে এইখানে আমার সিথানে;
আমিওতো এখন হেমন্তের ঝরা পাতাটি
অপেক্ষায় আছি শুধু তোমার স্মরণে!