ভালো করে দেখো নাই মোর মুখ খানা
একি তোমার অহম নাকি অন্য কিছু
কেমন পুরুষ তুমি বুঝতে পারি না!
ভালোবাসা পেতে তব কতো হবো নীচু
গাছেদের কথা বুঝ, বুঝ না আমায়;
শরীরে আগুন ধরে ছুটে ছুটে পিছু!
ছায়া মোর পড়ে নাকি তোমার হৃদয়
এতোটা নিঠুর তুমি হ’য়ো না যুবক
এতোটুকু ভালোবাসা দাওগো আমায়!
তোমার পরশ পেতে কাঁদে এই বুক
কতোটা সময় আর রবে তুমি চুপ
ভালো থেকো প্রিয়তম দিয়ে মোরে দুখ!
নারীর হৃদয় ভাঙা জেনো মহা পাপ
অনেক কথা বলেছি, করে দিও মাফ!