১।
ধুলোর আস্তরণে ঢেকে থাকা
একখণ্ড পতিত কঠিন শিলায়
বৃষ্টিজলে লিখতে চেয়েছিলাম
ঈদমোবারক,
হ’লো না!
এখন দারুণ খরা...

২।
সারাটা শরীর জুড়ে সতীনের আচরণ
করা যাবে না কবিতা সুন্দরীর রূপের বর্ণন
তবুও অবুঝ মন মানে না কোনো বারণ
মায়াবতী এই অধমেরে করিও মার্জন!