আপন দহনে দহিব আপনি
কহিব না তারে কোনো কথা আর;
ডাকিব না আর কখনও তারে
বহিতে আমার ব্যথার ভার!
আপনার সুখে আপনি হাসিব,
আপনার দুঃখে আপনি কাঁদিব,
আপনার কাঁধে আপনি বহিব
জীবনের সব ব্যথা গ্লানি ভার!
ডাকিব না আর কখনও তারে
বহিতে আমার ব্যথার ভার!
কে আছে এমন জগত সংসারে
যে লহে সুখ-দুঃখ ভাগাভাগি করে
দেখিনি-তো হায় এমন আপনজন
দুঃখ-ব্যথায় হাসিতে করে ভুবন মোহন!
তার মমতার হাত নাই-বা রহিল
আমার অলাত বুকের’পর
তবু ডাকিব না আর কভু তারে
বহিতে আমার ব্যথার ভার!