( সকল শ্রেনির মুক্তি যোদ্ধাদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য)
                    
মায়ের চোখের নীরে ভোরের রক্তিম সূর্য
বিজয় এসেছে, ফিরে আসেনি এখনো খোকা
আসবেনা কোনোদিন আর তবুও প্রতীক্ষা
বুঝবে কে বুকের মানিক হারানোর ব্যথা!

অকুতোভয় নির্ভীক বীর সাহসী মুক্তি যোদ্ধা
শহীদ, আহত আর বেঁচে আছেন যাঁহারা
শ্রদ্ধাভরে স্মরণ করি তাঁদের আকুল চিত্তে;
অনিবার করবে স্মরণ এই বাঙলার উত্তর প্রজন্ম!

সোনার হরফে লেখা রবে তোমাদের নাম
বাঙলার ইতিহাসের পাতায় অক্ষয় অমর!