ভোরের এক পেয়ালা গরম চা এর সাথে
আয়েশী জীবনের অপরিহার্য অঙ্গ
প্রতিদিনের খবরের কাগজ
ফুরফুরে মেজাজে পেয়ালায় চুমুক
চোখ হাঁটে খবরের শিরোনামে-
দেশ উন্নয়ের জোয়ারে আর এক ধাপ এগিয়ে...
আজ প্রধানমন্ত্রী দীঘায় উড়ালসেতুর ভিত্তিপ্রস্তর...
শিল্পাঞ্চলে পোষাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
শতাধিক শ্রমিক জীবন্ত লাশ...
নব দম্পতির বাসর সড়কে রক্ত গালিচায়...
বাজার দর লাগামহীন পাগলা ঘোড়া...
মানবিক আবেদন- শিশুটির জীবন বাঁচান...
ভীষণ বিরক্তিকর!
অভ্যাস বশত রিমোটের বোতামে চাপ
সময়ের ভোরের সংবাদ- আমি ফারজানা...
প্রথমে সংবাদ শিরোনাম...
সেই গতানুগতিক
'ডিজগাস্টিং'...!
ফের মিরোট এবং কার্টুন চ্যানেল-
আকাশে মেঘের ফাঁকে
কার্টুননায়িকার মুখের বিস্তৃত হাসি
প্রভাতের সরস আমেজ!
উচ্ছিষ্ট চায়ের পেয়ালা পড়ে আছে
দ্রবীভূত বিরক্তির গাদ বুকে নিয়ে...