প্রান্তিক এক চাষীর কাছে জানতে চেয়েছিলাম-
চাচা, আমন ধানের ফলন কেমন?
ফুটল মধুর হাসি মুখে তার
আল্লাহর রহমতে কোনো দুর্দৈবের বিপাকে না পড়লে
গোলা ভরে যাবে আমনের সোনার ধানে!
ধনধান্যে পূণ্য আমার এ দেশ...
ওহে বধু! করো নবান্নের আয়োজন
আকাশে আকাশে ওড়ুক শ্বেত কপোত...