একটা কবিতার জন্ম দিতে
বিম্ববতীর হাত ধরে এসেছি উদীচীর প্রান্তিকে
অরোরার প্রভায় প্রভাবিত হ’তে।
জমাট বাঁধা তুষার স্তুপে হয়নি রাত্রিবাস
নাভি মূল পারেনি ছড়াতে ঘ্রাণ
কুঁচকানো কাঁচুলি , জাগেনি শিহরণ!
শ্বেত ভালুকের নাচ দেখে কেঁপেছে হৃদয়
কামোজ পুরুষ গেছে থেমে
হয়নি ভ্রূণের সঞ্চরণ; কুঞ্চিত জঠর!
হিমানীর ধমকে ধমকে নীল শিরা
এখানে ফসলের আশা যেন তামাশা
পেঙ্গুইন মেতে ওঠে মৈথুনে মৈথুনে!
কবিতা কোথায়! রেখে গেলাম কিছু বুনো ফুলের ঘ্রাণ!
কাঞ্চনজঙ্ঘার চূড়ায় রুপালী রোদের খেলা
পিছল উপল, সানুদেশে ঘুমপাড়ানী
গানগেয়ে চলে গেল নীলপরি...