মাহে রমাদান পুণ্যময় অনেক অনেক
এই মাসে নাযিল হয়েছে বিশ্বাসীদের জন্য
বিশেষ নিয়ামতপবিত্র কোরআন
শেষ দশের বেজোড় রাত
এক মহিমাম্বিত রাত হাজার মাসের চেয়ে
উত্তম। এবাদতে মশগুল যেই জন লভিবে
পুণ্য অসীম হবে পাপ মোচন
পরম দয়ালু করুণাময় আল্লাহর কৃপায়;
করো না হেলা আস্তিক মুসলমান!
এমন সুযোগ মিলবে নিশ্চয়তা আছে কি তোমার?
এবার ডান চোখটা বন্দ করে বাম চোখে দেখি-
মহান আল্লাহ শয়তানকে শিকল বন্দী করে
পাপাচার অনেক কমে যায় সত্যি যেমন
মানব শয়তানের পোয়াবারো,
নিত্যভোগ্যপণ্য সাধারণ মানুষের নাগালের
বাহিরে চলে যায় এদের কারসাজিতে
বরকতে ভরে যায় টাকার গোলা
সারাবছরের আয়রোজগার করে রমজান মাসে!
বৈশাখ
শেষ চৈত্রের দাবদাহে
ক্লান্ত পথিক বৃক্ষ ছায় চিত
দ্যাখে গাছের ডালে সবুজ
কচি পাতা...
(সকল কবি বন্ধুরজন্য বাংলা নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা থাকল)