জানো না-কি আকাশের’পর রয়েছে আকাশ
নীলিমার নীচে সদা-কালো মেঘের আবাস।
মহাসাগরের শীতল স্রোতের নীচে নিরবধি
বয়ে চলে উষ্ণ স্রোত, কে বুঝতে পারে তাহা!
তুষারে তুষারে ঢাকা ধব ধবে সাদা পাহাড়ের চূড়া
রোদের খেলায় দ্যুতি ছড়ায় আসল রূপটি হারা!
একটা মানুষের ভেতর আর একটা মানুষের বাস;
জীবিতের বুকে মড়া থাকে বিড়ালের মতন ঘাপটি মেরে।
থাক-না আরো অনেক কিছু এই অদ্ভুত পৃথিবীতে...
এইসব বোঝার নাই যে এতোটুকু অভিলাষ!