আমাদের মাথা একদিন ঘুরে যাবে
ঘাড়ের পিছন দিকে,
পায় পায় হেঁটে যাব
সীমানার পর সীমানা অতিক্রম করে
শেষ সীমানার কাছে;
ক্ষুব্ধ পৃথিবীও একদিন
সব বলয় রেখা ভেঙ্গে ভেঙ্গে
চলে যাবে সূর্যের নিকটে।

তারপর...?

মানুষের বোধের অধিগম্য...