১।
গম চাই রুটির জন্য
পাঠায় জাহাজ ভরে গোলাবারুদ!
২।
জঙ্গী খোঁজে দিনের বেলা
রাতে আসে সেনা নিতে রূপসী বালা!
৩।
মিত্র হয়ে আসে সবাই
শেষে হয় গোদের’পরে বিষ ফোঁড়া!
৪।
পাথুরে ফুল হয়ে যাও
দাঁত হারানোর ভয় অলী কাঁপবে!
৫।
ছাগছানা নাচে না ভয়ে
সেই মাটিতে মানুষ হাঁটে ক্যামনে?