যা কিছু বলার বল জাগরণে
অচেতন স্বপ্নে নয়;
কাব্যিক দিনেরা সব হয়ে গেছে পার
সেই কতকাল আগে,
এখনো বিরল বাসনা তোমার
ঘাপটি মেরে বসে আছে বুকের ভেতর;
আশ্চর্য পুরুষ তুমি!