শস্যে বীজ নাকি বীজে শস্য
খুব দুর্বোধ্য ব্যাপার;
একটা সময় ছিল কৃষকেরা নিত তুলে
শস্যবীজ ফসলের ক্ষেত থেকে
একালে শস্যবীজ পেতে লাইন দাও দপ্তরে
জীববিজ্ঞানীর বগলে শস্যবীজ থাকে গোপনে!
হাইব্রীড আর কৃত্রিম প্রজননের ছড়াছড়ি
নিত্য ভোগ্য পণ্য আজ সব হাইব্রীডজাত
হাইব্রীড পণ্য খেতেখেতে
আমরাও হয়ে যাচ্ছি হাইব্রীড জীবের মতন।
তোমাকে আমাকে দেখতে কেমন দুম্বা দুম্বা লাগে
থলথলে মাংস পিণ্ড, ভালোলাগে না দেখতে।
জগতের সব নিয়ম কানুন বদলে যাচ্ছে দিনকে দিন
সমবয়সী হিমায়িত ভ্রূণে তরুণী করে গর্ভধারণ...