নরম পেলব মায়াবী শরীর জুড়ে কালশিটে আহা!
কতটুকুন বয়স, এইতো সেদিন জন্ম তার!
কালো ঠোঁটের বেজন্মার ভয়ঙ্কর বিষ ছোবল!
স্তম্ভিত আকাশ! শ্রাবণীর চোখে খরা!
কম্পিত মাটির আর্তনাদে পাহাড়ের হিম শৈল
এসেছে নেমে কালশিট মোছারতরে;
সাগর উঠেছে ফুলেফেঁপে ফেনায় ফেনায়
তবুও এমন কলঙ্ক কী মুছিবার!
আগাছায় ভরে গেছে সোনার দেশের মাটি!
বাহারী ফুলের তোড়া দেখলেই লুফে নিও না
কালো ঠোঁটে ভরা রঙিন ফুলের তোড়া;
একদিন ওরা গিলে ফেলবে পুরো দেশটা!