বলাই-তো হয়-নি তোমাকে ভালোবাসি;
হ্যা, তবে এটা সত্য তোমাকে ভালোবাসি
হাওয়াই মিঠার মতন নয়,
পাহাড়ে জুম চাষের মত!
অবশ্য তুমি নিজেও জানো
তোমাকে আমি কতোটা ভালোবাসি
তারপর-ও
তোমার এই নিস্পৃহতা...!
দারুন উপভোগ্য একটা মজার খেলা,
খেলাই বটে...!
সময় পেলে বাসী চোখে তাকিয়ো,
আমি দেয়ালের ওপাশেই আছি
দেবদারু গাছের মতন
পায়ের শিকড় গেড়ে!