সেদিন চাঁদ তারারা মুখ ঢেকে ছিল
মেঘের আড়ালে
আকাশ বাতাস থমথমে
বাঙলার মাটি কাঁপছিল
প্রসব বেদনার যন্ত্রণায়
সেই রাতে জন্ম হ’ল
কলঙ্কিত বাঙালী জাতির!
আহা! কী নির্মম পৈশাচিক নিষ্ঠুরতা!
সদ্য স্বাধীন বাঙলার ললাটে
লিপ্ত হলো কলঙ্কের দাগ
দগদগে ক্ষত!
বাঙালী জাতির নিদারুন কলঙ্ক
যার জন্মদাতা
বাঙলার মিরজাফরের উত্তসুরিরা!
সেই রাতটি ছিল উনিশশ পচাত্তর
সালের পনেরই অগাস্ট।
সাম্রাজ্যবাদী আগ্রাসী গুষ্ঠী আর
পাকিস্থানী পা চাটা কুকুরেরা
তোদের ললাটে ঘৃনার থুথু ছিটাবে
স্বাধীন বাঙলার প্রজন্মের পর প্রজন্ম!
বাঙলার ইতিহাস বিকৃত করার
চেষ্টায় আজও যারা লিপ্ত
তাদের মুখে ললাটে
আমরা ঘৃনার থুথু ছিটাই!
হে! পিতা ক্ষম মোদের!
সতত স্মরি তোমায়,
বিনম্র শ্রদ্ধা জানাই;
নিভৃতে অশ্রু ঝরাই!
সেই কালোরাতের সকল শহীদের কে
শ্রদ্ধা ভরে স্মরণ করি,
লজ্জায় মাথা নত করি!