এমন কোন হায়েনারদল আছে জগত সংসারে
আমার মায়ের মুখের ভাষা কেড়ে নিতে পারে!
বীর তরুণদল রয়েছে দাঁড়ায়ে সারি সারি
মায়ের ভাষা বাঁচাতে দিবে রক্ত সাগর পারি!
একুশে ফেব্রুয়ারি ১৯৫২ সাল
সালাম বরকত শফিউর আরও কত শত
বীরবুকের তাজা রক্তে রাঙিয়ে রাজ পথ
মায়ের মুখ করেছে উজ্জ্বল!
জীবন দিয়ে বাঁচায়ে মায়ের মান
দিয়েগেছে যারা বাঙলা ভাষায়
প্রাণ খুলে কথা বলার অধিকার
শ্রদ্ধা ভরে আজি করি তাঁদের স্মরণ!
সারা পৃথিবী আজ করিছে তাঁদের স্মরণ
স্বীকৃতি দিয়ে ভাষাদিবসের সম্মান!
আমার শহীদ ভাইদের রক্ত বেয়ে বেয়ে
এসেছে বাঙালী জাতির বিশাল অর্জন
মুক্তিকামী বাঙালীর স্বপনের স্বাধীনতা
আমরা ভুলি কী করে উনিশশ বায়ান্নর অবদান!!