আজ শীতের বুড়ীর মুখ বেশ ভার ভার
চোখের কোণায় জল জমেছে অনেক
কিছুটা তার পড়ছে ঝরে বাংলার মাটিতে
সে কী বিদায় ব্যথা নাকি ফাগুন কান্না!
৫২থেকে প্রতিবছর আসে ফাগুন
মায়ের মুখের ভাষা আর সম্মান বাঁচাতে
অকাতরে যাঁরা দিয়ে গেছেন প্রাণ
তাঁদের জন্য এই ফাগুন, আগুন ঝরা ফাগুন!
প্রকৃতি চোখের জলে জানায় সমবেদনা!
আমরা কতোটুকু পারছি
মহান শহীদদের প্রতি সম্মান জানাতে?
আমাদের সন্তানেরা কি জানে ৫২কে?
তাদের হৃদয় কি আন্দোলিত হয়
৫২র মর্মার্থ ধারণ করে?
ফেব্রুয়ারি মাস জুড়ে বইমেলার ব্যাপক আয়োজন
একদিন একুশের গান গাই শহীদমিনারে ফুল দিয়ে!
বাঙলার ঘরে ঘরে একুশের চেতনা
কি পৌঁছে দিতে পেরেছি?
অশুদ্ধ ইংরেজিতে নথি লিখি,
ভুল উচ্চারণে কথা বলতে না পারলে
আমাদের আভিজাত্যে ঘা লাগে
চমৎকার! চমৎকার!!
আমরা ঘটা করে মাতৃভাষা দিবস পালন করি
সন্তানদের চোখে কালো কাপড়ের পট্টি বেঁধে!!