ঝেড়েমুছে মলিনতা উঠি বেলা শেষে,
সজীব বাতাস আহা! টেনে নেয় বুক
গহন বনে হাঁটছি অজানা আবেশে।
জোনাকির হাত ধরে চলি খুঁজে ফাঁক
বড় বড় গাছ আর লতাপাতা ঝোপ।
কেতকী আড়ালে শুনি শিয়ালের হাঁক।
চাঁদের শরীর চুয়ে আলো ঝরে টুপ
বনমোরগ লুকায় গাছের ফোকরে
হুতুমপ্যাঁচায় ডেকে বলে চুপ চুপ।
গহন অরণ্য পথে রাতের আঁধারে
মন নাহি চায় আর হাঁটিতে এখন
চোখ বুজে রাখি মাথা গাছের শিকড়ে।
গভীর নিশিতে শুনি কার আলাপন
আঠালাগা চোখে ঘুম খুলে না নয়ন।