যেইখানে অনেক ঈগল ওড়াওড়ি করে
সেইখানে কপোতের জীবন বিপণ্ণ!
তুবুও স্বপন এসে চুপিচুপি আমাদেরে
বলে যায়, পৃথিবী অনেক অনেক সুন্দর
এইখানে ভালোবাসা আর বেঁচে থাকা
অদ্ভুত এক অন্যরকম আনন্দের!
বেঁচে থাকো, বেঁচে থাকো, আশ্চর্য সুন্দর
এই পৃথিবীতে অপরিমেয় আনন্দালোকে!!
ঈগলের বাঁকা ধারালো নখর জীবনকে
ছোঁমেরে ছিনিয়ে নিয়ে যায়,
ক্রূর ঠোঁটে ছিঁড়ে ছিঁড়ে খায়!
স্বপ্নের শরীর বেয়ে রক্ত ঝরে...