দাদা, দ্যাখ- তারাভরা আকাশটা পৃথিবীর প্রান্তিক মাটির সাথে মিশে আছে!’
তা’হলে একটা কাজ কর-
লম্বা একটা বাঁশ দিয়ে কিছু তারা পেড়ে নিয়ে আয়;
মালা গেঁথে অকৃতজ্ঞ প্রিয়াদের খোঁপায় পরাবো!
হাঁদারাম গামছা ভরে নিয়ে এলো বকুল ফুল।
ওহে, এতো বকুল ফুলরে!
গাধা!
‘বলো কী! বাঁশ দিয়ে আকাশে খোঁচা মারতেই
ঝরঝর করে তারারা সব ঝরে পড়ল;
আর এখন তুমি বলছ…’
চুপ!
যা এখন আকাশের গায় হেলান দিয়ে ঘুমা!